ঝালকাঠিতে স্কুল মাঠে শিক্ষার্থীদের তাস খেলার ছবি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে সুশিল সমাজের অনেকেই।
কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনিতে পড়ুয়া মিম নামের এক শিক্ষার্থীর জন্মদিন উপলক্ষে দুটি ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছে একই শ্রেনীর সহপাঠি রুবায়েত আহসান আদ্রিব।
রুবায়েতের নিজ আইডিতে পোষ্ট করা ঐ ছবি দুটি সংগ্রহ করেছে সাংবাদিকরা। ছবিতে দেখা যায় কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বসে তাস খেলছিলো ঐ স্কুলের কয়েকজন শিক্ষার্থী। একটি ছবি মিম নামের ঐ শিক্ষার্থীর সেলফি তোলা।
বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের তাস খেলা এবং সেই ছবি ফেসবুকে পোষ্ট দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়টি নেতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সুশিল সমাজের ব্যক্তিরা।
এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কি বার্তা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে নাগরিক ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ‘এটি আমাদের শিক্ষা ব্যবস্থা অবক্ষয়ের সামিল। আর ঐ ছবি ফেস বুকে দিয়ে মেয়েটির সম্মানহানীর অপরাধও করেছে আদ্রিব নামের শিক্ষার্থী।
কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, ‘বিষয়টি দু:খজনক, রোবায়েত আহসান আদ্রিব নামের দশম শ্রেনীর যে শিক্ষার্থী ঐ ছবিটি তার ফেসবুকে দিয়েছে সেও একজন কলেজ শিক্ষকের ছেলে। আমি ঐ ছাত্রের বাবাকে ছবির ঘটনা অবগত করেছি।’