দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিবেদক,

জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক সমাজ থেকে সভাপতি অধ্যাপক ড. হোসনে আরা বেগমসহ ৩ জন সিনিয়র অধ্যাপক পদত্যাগ করেছেন। এরপর তারা আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীলদলের (একাংশ) যোগদান করেছেন। বাকি দুজন হলেন শিক্ষক সমাজের কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার ও অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল।

মঙ্গলবার শিক্ষক লাউঞ্জের নীলদলের সভাপতি অধ্যাপক ড. মো: নূরে আলম আব্দুল্লাহ, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, অধ্যাপক ড. আশরাফ-উল-আলম, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা কামাল অন্যান্য নেতৃবৃন্দ ওই তিন শিক্ষককে ফুল দিয়ে স্বাগত জানায়। নীলদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় এ তথ্য জানানো হয়। এসময় তারা পূর্বের ন্যায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জবি স্বাধীনতা শিক্ষক সমাজ থেকে সদ্য পদত্যাগ করা সভাপতি অধ্যাপক ড. হোসনে আরা বেগম বলেন, গত ১৬ নভেম্বর নীলদলে যোগদানের বিষয়ে স্বাধীনতা শিক্ষক সমাজের সাধারণ সভায় আলোচনা হয়। এতে কোনো সদস্য ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে আবার কেউ কেউ বিপক্ষে মত দেন। আমরা আগে সবাই নীলদলে ছিলাম। একসঙ্গে কাজ করতে গেলে মতের মিল-অমিল হতেই পারে। ভুল বোঝাবুঝিও হতে পারে। তবে দলে বিভাজন ও ভাঙন আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে দুর্বল করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা , কর্মচারীদের সার্বিক কল্যাণ ও অগ্রগতিতে কাজ করতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য কিছুটা হলেও ব্যত্যয় ঘটাচ্ছে। তাই সার্বিক দিক বিবেচনা করে জবি স্বাধীনতা-শিক্ষক সমাজ থেকে পদত্যাগ করে আমরা তিনজন নীলদলে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করি।

অন্যদিকে এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা শিক্ষক সমাজের সহ-সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, শুনেছি আমাদের কার্যনির্বাহী কমিটির ৩ জন নীলদলে যোগাযোগ করেছে। এতে আমাদের কোন ক্ষোভ নেই। তবে যেহেতু আমরা আগে নীল দলে ছিলাম। সবাই একসঙ্গে চলে এসেছি। সংগঠনের সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় থাকতো। তবে তাদের শুভ কামনা রইলো।

তিনি আরো বলেন, আমরা কার্যনির্বাহী সভা করে দলের পরবর্তী সিদ্ধান্ত নিব। কমিটির খালি পদ পূরণ করা হবে। আমাদের সঙ্গে বৃহৎ সংখ্যক শিক্ষক রয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের এ সংগঠন শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও করে যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version