রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

নলছিটিতে অ্যাডভোকেসি সভা

নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন মোল্যা,মেডিকেল অফিসার ডাঃ গোবিন্দ লাল কুণ্ডু, ডাঃ সাবিনা আক্তার সুমি।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল আমিন মোল্যা জানান , এবার সেবা সপ্তাহে সেবাকেন্দ্রগুলো হতে পরিবার পরিকল্পনা সেবা, স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সেবা, গর্ভবতী সেবা, নবজাতক ও শিশু সেবা, প্রজনন স্বাস্থ্যসেবা এবং কৈশোরকালীন স্বাস্থ্য ও পুষ্টিসেবা প্রদান করা হবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ