স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দূর্গোৎসব।আর তাই পূজায় অংশগ্রহণকারীদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে
দীর্ঘদিন ধরে জনগণের চলাচলে অনুপযোগী যশোর জেলার মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের পাটনিপাড়া জাগ্রত দুর্গা মন্দিরের কাঁচা রাস্তাটি স্বউদ্যোগে রাবিশ ইট সংস্কার করালেন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক এসএম ইয়াকুব আলী।
গতকাল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য রাবিশ ইট দিয়েছেন।
স্থানীয়রা জানান,দীর্ঘদিন সংস্কারের অভাবে কাঁচা রাস্তাটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছিল।সামনে দূর্গাপূজায় পূজারী ও মেলায় আসা লোকজনের অসুবিধার কথা চিন্তা করে মন্দির কমিটি ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে গণসংযোগের আসা এসএম ইয়াকুব আলী ভাইয়ের কাছে বিষয়টি অবহিত করি।
ইয়াকুব ভাই মানুষের ভোগান্তির কথা চিন্তা করে তাৎক্ষণিকভাবে রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন এবং
কাঁচা রাস্তাটি সংস্কারের জন্য রাবিশ ইট দিয়েছেন। ।আমরা এলাকাবাসী এমন নেতাই চাই যে সরকারের বরাদ্দের জন্য চিন্তা না করে স্বউদ্যোগে ছোট ছোট সমস্যার সমাধান নিজে করে দিবেন। আমরা তার উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনিরামপুর আসন থেকে এসএম ইয়াকুব আলীকে নমিনেশন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কৃপা দৃষ্টি আকর্ষণ করছি।
কিভাবে
উল্লেখ্য, যশোর-০৫ (মণিরামপুর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এস এম ইয়াকুব আলী নিজস্ব অর্থায়নে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান, করোনাকালীন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, যুবকদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ, অত্র ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, নেতা কর্মীদের মাঝে ঈদ ও পূজায় উপহার বিতরণ ও অন্যান্য জনসেবামূলক কাজে নিয়োজিত রয়েছেন।