মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার চা শ্রমিক ও চা শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন নবাগত পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

রবিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের আয়োজনে পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা আয়োজিত হয়।

শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ”পুলিশের কাজ হচ্ছে জনগণের জান-মালের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে জনকল্যাণে কাজ করা। পুলিশ চা বাগান শ্রমিকদের নিরাপত্তায় সবসময়ই পাশে থাকবে। চাকরির ক্ষেত্রে চা বাগান শ্রমিকদের সন্তানরা যাতে সুযোগ সুবিধা পায় সেদিকে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।”

এছাড়া বাগানে মদ,জুয়া এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে মাননীয় পুলিশ সুপার আলোচনা করেন।

শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের উপস্থাপনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, রাজঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় বুনার্জী, কালিঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সাতগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেবাশীষ দেব রাকু, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা প্রমুখ।

শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত এই মতবিনিময় সভায় উপজেলার শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগানের সহস্রাধিক চা শ্রমিক উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

Exit mobile version