দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সরকারী প্রনোদনার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ের অফিস রুমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জানা যায়, ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ শীর্ষক স্কিমের আওতায় ‘স্কুল ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান’-এর আওতায় ১১জন শিক্ষক ও ১৫জন শিক্ষার্থীকে মোট এক লক্ষ ৭৫হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থী উপস্থিতির বিষয়ে বিশদ আলোচনা হয়।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার। এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মায়া রাণী সরকার, মাহবুবুল আলম, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক উবায়দুল্লাহ রুমি প্রমুখ।

 

টিএমবি/এইচ

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version