স্টাফ রিপোর্টার মদিনাতুল খায়ের আল ইসলামি এর উদ্যোগে মাওলানা মুহাম্মদ এমদাদুল হক স্মরণে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সুনামগঞ্জ সদর উপজেলার বড়ঘাট গ্রামে মদিনাতুল খায়ের জামে মসজিদ কমপ্লেক্স ভবনে বেলা ২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মদিনাতুল খায়ের আল ইসলামির চেয়ারম্যান শায়েখ মাওলানা ফয়েজ আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আব্দুস সাহিদ,, মুফতি আজিজুল হক, মাওলানা ইকবাল হোসেন, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নুর, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা সাইফুর রহমান সাজুয়ার সহ প্রমুখ। সভায় বক্তারা মাওলানা মুহাম্মদ এমদাদুল হক এর নামে মসজিদ ফলকে নাম রাখার প্রস্তাব করেন। সভাশেষে মহরুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।