শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগের উঠান বৈঠকে নারীদের ঢল

যা যা মিস করেছেন

হলি সিয়াম শ্রাবণ: আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারণা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রার্থনায় ময়মনসিংহের গৌরীপুরে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জুন) বিকেলে ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে স্থানীয় চুড়ালী গ্রামে নবী হোসেনের বাড়ির আঙ্গিনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শত শত নারী দলে দলে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন- বর্তমান সরকার সাধারন মানুষের জন্য পেনশন সুবিধা চালু করতে যাচ্ছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি নৌকাকে বিজয়ী করতে হবে।

বক্তব্য রাখছেন প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি

স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে ও ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় উঠান বৈঠকে অন্যদের মাঝে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, ম. নুরুল ইসলাম, আব্দুল মুন্নাফ, পনি কৃষ্ণ দাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তানজীর আহমেদ রাজীব, যুবলীগ নেতা আব্দুর রউফ মোস্তাকীম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সোহেল রানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ূম, আল মুক্তাদির শাহীন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সোহাগ রানা প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবলীগ নেতা এমপির ব্যক্তিগত সহকারী মোঃ আবু সাঈদ, মোকাম্মেল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ফারুক মিয়া, মামুনুল করিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

 

টিএমবি/এইচএসএস

 

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security