মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

হিট স্ট্রোকে ২ চা শ্রমিকের মৃত্যু

যা যা মিস করেছেন

কয়েক দিন ধরে টানা গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহ চলছে। এর মধ্যেও মৌলভীবাজারের চা বাগান গুলোতে চা-শ্রমিকদের দুই-তিন শিফটে কাজ করাচ্ছেন বাগানমালিকেরা। এতে কমলগঞ্জ উপজেলার একটি চা-বাগানে কাজের শেষের দিকে অসুস্থ হয়ে পড়া চার শ্রমিকের মধ্য দুই চা শ্রমিক মারা গেছেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন বাগানে আটজন অসুস্থ হওয়ার খবরও পাওয়া গেছে। চা-শ্রমিকেরা জানান, গত বুধবার কমলগঞ্জের ডানকান ব্রাদার্স শমশেরনগর চা-বাগানের ফাঁড়ি দেওছড়ায় তিন শিফটে কাজ করেন ইন্দ্রা দ্বিবেদী (৫০) ও সঞ্জিতা রবিদাস (৩০)। কাজের শেষের দিকে তারা কিছুটা অসুস্থ বোধ করেন। এরপর বাড়ি ফিরে রাতে অসুস্থ হয়ে পড়েন। তখন সঞ্জিতা রবিদাসকে শমশেরনগর ক্যামেলিয়া ডানকান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর ইন্দ্রা দ্বিবেদী (৫০) বাড়িতেই মারা যান। এ ছাড়া দেওছড়া চা-বাগানে দু’জন, শমশেরনগর চা-বাগানে তিনজন, চাতলাপুর চা-বাগানের একজন, আলীনগর চা-বাগানে দু’জন সহ বিভিন্ন চা-বাগানের শ্রমিকেরা অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। চা-শ্রমিকেরা বলেন, ‘আমরা হিট স্ট্রোক কী বুঝি না। গরম কিংবা ঝড়বৃষ্টি হলেও আমাদের সময়মতো কাজে আসতে হয়। গরমের মধ্যে কাজ করে আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের পায়ে নেই জুতা আর মাথার ওপর সূর্য। একসঙ্গে নিচ ও ওপর থেকে গরম লাগে।’চা-শ্রমিক নেতা শিতারাম বিন বলেন, ‘তীব্র গরমে চা-শ্রমিকদের হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে দু’জন মারা গেছে। এ ছাড়া আরও অনেক আক্রান্ত হয়েছে। এই গরমের মধ্যেও চা-শ্রমিকদের একাধিক শিফটে কাজ করানো হচ্ছে। তাদের সকাল ও বিকেলে কাজ করার সুযোগ করে দিলে ভালো হবে। চা-শ্রমিকেরা পুষ্টি ও স্বাস্থ্যের দিক থেকে এমনিতেই অনেক দুর্বল। অতি সহজেই তারা হিট স্টোক আক্রান্ত হয়।’শমশেরনগর ক্যামেলিয়া ডানকান হাসপাতালের চিকিৎসক ডা. বাহা উদ্দিন বলেন, ‘গতকাল রাতে আমাদের কাছে মৃত্যু অবস্থায় একজনকে নিয়ে আসা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে, সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।’শমশেরনগর চা-বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন বলেন, ‘চা-শ্রমিক হিট স্ট্রোকে মারা যাওয়ার বিষয়ে আমার কিছু জানা নেই। শ্রমিকেরা যদি সকালে কাজে আসে তাতেও আমাদের কোনো আপত্তি নেই।’কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূইয়া বলেন, ‘হিট স্ট্রোকের ভয়াবহতা সম্পর্কে বেশির ভাগ মানুষ সচেতন নয়। হিট স্ট্রোকে হলে দ্রুত সময়ে বিপদ ঘটতে পারে। শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তাই শিশু থেকে বয়স্ক সবাইকে গরম থেকে সতর্ক থাকতে হবে।’ না হলে অতি মাত্রায় গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা থেকে যায়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security