শেখ জহিরুল ইসলাম (নান্দাইল) প্রতিনিধি
নান্দাইল আমিনুল ইসলাম নামে এক তরুণকে হত্যার গুজব রটিয়ে প্রতিপক্ষের ২টি বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার আচারগাঁও ইউনিয়নের সিংদই (টঙ্গীরচর) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান,নারী সংক্রান্ত ঘটনার জেরে প্রতীবেশী চাচা মৃত আঃ বারেকের পুত্র আবুল কালাম ওরফে হিরাম মাস্টাকে বাড়ীতে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের সুবার খাঁ,ফরজুল ,সাদেক,কাদির ও রুবেলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ সশস্ত্র দল অতর্কিত হামলা চালিয়ে এতে প্রতিবেশী ভাতিজা মৃত নজরুল ইসলামের পুত্র আমিনুল ইসলাম (২০) নামে এক যুবক আহত হয়।পরে স্থানীয়দের সহযোগিতায় আমিনুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আমিনুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এতে আমিনুল ইসলাম মারা গেছে বলে গুজব রটিয়ে প্রতিপক্ষের ২টি বাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট করে এতে নগদ টাকা, স্বর্ণলংকার ও ৪টি হালের গরু সহ প্রায় ২০লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এসময় হামলাকারীরা ১টি গোয়াল ঘরসহ ও ১টি খড়ের পুন্জিতে আগুন ধরিয়ে দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।পুলিশ সার্বক্ষণিক এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এলাকাবাসীরা জানান বর্তমানে উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।