মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বেনাপোলে ৫ জন সাজাপ্রাপ্ত আসামি সহ ১৮ জন আসামি গ্রেফতার

যা যা মিস করেছেন

যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় ৫ জন সাজাপ্রাপ্ত আসামি আড়াইশ’ গ্রাম গাঁজা সহ মোট ১৮ জন আসামি গ্রেফতার হয়েছে। শুক্রবার (৫/০৫/২৩) ভোর থেকে বেলা ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বেনাপোল থানা পুলিশ এদের আটক করে।

আটককৃত আসামিরা হলো ১।মোঃ আনোয়ার হোসেন, পিতা-মৃত সমছের মোড়ল, সাং-দিঘীরপাড়, ২। মোঃ আব্দুল্লা, পিতা-মৃত ইমাম বক্স সাং-কৃষ্ণপুর, ৩। মোছাঃ মিলি খাতুন (২৫), স্বামী-মোঃ মহিদুল ইসলাম, সাং-দিঘীরপাড়, ৪। মোঃ ইসহাক আলী(৩৯), পিতা-মৃত বিল্লাল হোসেন, সাং-ভবেরবেড়, ৫। মোঃ মহসীন কবির, পিতা-মৃত খবির খা, সাং-গাজীপুর, সর্ব থানা-বেনাপোল পোট ৬। মোঃ অজিত মোল্যা (৩০), পিতা-মৃত হযরত মোল্যা, সাং-গয়ড়া, ৭। মোঃ শাহজামাল, পিতা-মৃত ইবাদত মোড়ল, সাং-দৌলতপুর, ৮। মোঃ মোসলেম উদ্দিন (৩৫), পিতা-মোঃ আঃ মান্নান, সাং-দিঘীরপাড়, ৯। মোঃ ইউনুচ আলী (২৮), পিতা-মোঃ হযরত আলী সাং-কদমতলা (বারপুতা), ১০। মোঃ আঃ হান্নান (৫০), পিতা-মৃত লুৎফর রহমান, সাং-মানকিয়া, ১১। মোছাঃ অনন্যা খাতুন (২৫), স্বামী-সোহেল রানা, পিতা-ইদ্রিস আলী, সাং-ভবেরবেড়, ১২। মোঃ দুদু মিয়া, পিতা-মোঃ আঃ সাত্তার, সাং-পুটখালী, ১৩। মোঃ মোমিনুর বিশ্বাস, পিতা-মৃত নজরুল বিশ্বাস, সাং-ধান্যখোলা, ১৪। শাহরিয়ার দিপু লালন,পিতা-মৃত হারুন-অর-রশিদ, সাং-নামাজগ্রাম পশ্চিমপাড়া, ১৫। শাহীন খাঁ, পিতা-নোয়াব আলী খাঁ, সাং-ভবেরবেড় (পশ্চিমপাড়া), ১৬। মোঃ আমিনুর ইসলাম নেদা, পিতা-মৃত আলী আকবর, সাং-ভবেরবেড়, সর্ব থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানাধীন খলসি সাকিনস্থ জনৈক ১৭।শিমুল হোসেন(২৩), পিতা-মোঃ আব্দুর রাজ্জাক, স্থায়ী: গ্রাম- খলশী, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোর’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। চুরি মামলার আসামী ১৮। মোঃ আশিক (২৬), পিতা-আব্দুস সালাম, মাতা-সেলিনা বেগম, সাং-শাখারীপোতা, থানা-বেনাপোল পোর্ট, ।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত সকল আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security