জামালপুরের সরিষাবাড়ীতে আব্দুছ সোবাহান মন্ডল নামের এক শতবর্ষী পিতাকে সম্পত্তির জন্য বাড়ী থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে নিজ সন্তানের বিরোদ্ধে।
উপজেলার আওনা ইউনিয়নের স্থল মধ্যপাড়া এলাকার ট্রাক ড্রাইভার শিপন মিয়ার বিরোদ্ধে এ অভিযোগ উঠে।
বৃদ্ধ আব্দুছ সোবাহান মিয়া জানান, সাত ছেলে ও পাঁচ মেয়ে রেখে আমার স্ত্রী মারা যায়।
আমার বয়স হওয়ায় সকল সন্তানদের প্রতি সমভাবে স্নেহ, মায়া, মমতা পোষন করিয়া ২০১৭ সালে প্রাপ্য হিস্যা অনুযায়ী সরিষাবাড়ী সাবরেজিষ্টার অফিসে গিয়ে সকল ছেলে মেয়েদের নামে জমি লিখে দেই। কিন্তু সুকৌষলে ছোট ছেলে শিপন মিয়া আমার বড় ছেলে আবুল কালাম আজাদ ( রাজা) কে বাদ দিয়ে তার নিজ নামে জমির পরিমান বেশি নেয়।
দলিল বের হলে শিপন গোপন করে রাখে পরে আমি দলিলের নকল উঠাইয়া দেখি এ ঘটনা ঘটাইছে।
আমি দলিল বাতিলের জন্য মহামান্য আদালতে মামলা দায়ের করি মামলাটি চলমান আছে। মামলার নোটিশ আশার পরই আমাকে আমার ঘর থেকে বের করে দেয় শিপন। আমি আমার ৬ নং সন্তান স্বপনের ঘরে থাকি।
কিন্তু শিপন আমাকে মামলা তুলে নেওয়ার চাপ দিয়ে বিভিন্ন সময় নির্যাতন করে। বাড়ী থেকে বের হয়ে যেতে বলে আমার অন্য সন্তানরা বাধা দিয়ে তাদেরকেউ অত্যাচার করে।
এ বিষয়ে তার বড় ছেলে রাজা চতুর্থ ছেলে লাল মিয়া ও ছষ্ঠ ছেলে স্বপন মিয়া জানান, আমরা বিষয়টি বাবার পক্ষে কথা বলায় বিভিন্ন সময় আমাদের ও আমাদের পরিবারকে নির্যাতন করে হুমকি ধামকি দেয় ও আমার বাবাকে মেরে ফেলবে বলে হুমকি দেয়। শিপন মিয়া সমস্ত অভিযোগ অস্বিকার করে বলেন, আমি তাকে কোন নির্যাতন করেনি। বাড়ী থেকে বের হয়ে যেতেও বলিনি।
এটি আমার ঘর আর আমি ঘর থেকো বের করে দেইনাই মামলার নোটিশ আসার পরে স্বপনের বউই বাবাকে বের করে নিয়ে তার ঘরে থাকতে দিসে।রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগের প্রস্তুুতি চলছে।
টিএমবি/এইচএস