তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ এক মাস রোজা রাখার পর তারা এ ঈদ উদযাপন করছেন।
২১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯টায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্দা গ্রামের মধ্যপাড়ার নতুন জামে মসজিদে এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে ‘সহিহ হাদিস সম্প্রদায়’র মুসল্লি এ ঈদের নামাজ আদায় করেন। ঈদের এই জামাতে ইমামতি করেন মাওলানা আব্দুল মালেক।
ঈদের জামাতে বিভিন্ন এলাকা থেকে আসা কয়েকটি গ্রামের অর্ধ শতাধিক মুসুল্লি এ এতে অংশ নেন। নামাজ শেষে মুসুল্লিরা যথা নিয়মে ঈদের আনন্দ ভাগাভাগি করে একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।
এলাকার লোকজন বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৮ বছর ধরে রোজা ও ঈদ পালন করে আসছি।
গোলাম মোস্তফা নামে এক মুসল্লি বলেন, বিশ্বের সকল মুসলিম ঐক্য হওয়ার আহবানে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আমরা ঈদ উদযাপন করছি।
হাদিস মোতাবেক বিশ্বের যে কোন স্থানে চাঁদ দেখা দিলে, সেই সংবাদটি যারা জানতে পারে- তবে সবাই এক সাথে ঈদ উদযাপন করতে হয়। ঈদ মানেই খুশি, ঈদের আনন্দ বিশ্বের সকল মুসল্লিদের হৃদয় আনন্দিত করুক।