শেখ জহিরুল ইসলামঃ নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
তিন সন্তানের জননী মোছাঃ সাথী আক্তার (৪০) নামে এক সৌদিআরব প্রবাসীর স্ত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরখামাটখালী গ্রামে এই ঘটনাটি ঘটে।
সাথী আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী মোঃ বাবুল মিয়ার স্ত্রী। তাদের সংসারে তিন টি সন্তান ও রয়েছে।
জানা যায়, আজ সকাল আনুমানিক ১০ টার দিকে সাথী আক্তার ঘরের তালা বন্ধ করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুপুরে সন্তানরা দেখতে পায় তাদের মা ফাঁসিতে ঝুলে আছে। পরে নান্দাইল মডেল থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনসুর আহম্মেদ সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে এটি আত্মহত্যা নাকি হত্যা নিশ্চিত হওয়া যাবে।