আরিফুর রহমান, ঝালকাঠি।।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ঝালকাঠির নলছিটি উপজেলার শিমুলতলা এলাকায় সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র ও ভ্যানচালক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬মার্চ) সকালে শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনা ঘটেছে বলে তথ্য নিশ্চিত করেছে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মজিবুর স্থানীয় মজিবুর মৃধা, আরমান মল্লিক এবং দেলোয়ার হোসেন বলেন, বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাওয়া যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এতে ঐ ভ্যানের চালক আকাশ এবং সড়কে থাকা স্কুল ছাত্র তমাল ছিটকে পরে যায়। এতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়।
ভ্যানগাড়ি চাপা দেয়া বরিশাল-বাকেরগঞ্জ-বেতাগী রুটের আল আমিন পরিবহন নামের যাত্রীবাহী বাসটি আটক করে নলছিটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গাড়িটির নম্বর বরিশাল ব ১১-০০৬৩। তবে বাসটির চালকসহ অন্য ষ্টাফরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, ‘নিহত স্কুল ছাত্র ১৭ বছর বয়সী তমাল ভট্টাচার্য ওখানকার জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী। এবং অপরজন ১৯ বছর বয়সী আকাশ ভ্যানগাড়িতে ঘুরে ঘুরে খেলনাসহ নিত্যপ্রয়োজনীয় মালামাল বিক্রি করতো।’
মহাসড়কে দুর্ঘটনায় দুজন নিহতের পরপরই ওখানকার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছিলো। নলছিটি থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বাস চালককে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সড়ক থেকে সড়িয়ে দিয়ে সড়কের দুইদিকে আকটা পড়া যান চলাচল স্বাভাবিক করেন।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ঘাতক বাসকে আটক করা হয়েছে। দুটি মহদেহ উদ্ধার করে নলছিটি থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।