মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

কলমাকান্দায় ফের সিজারিয়ান অপারেশন চালু

যা যা মিস করেছেন

জসিম উদ্দীন, নেত্রকোণা

নেত্রকোনার কলমাকান্দা সদর উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ ১০ বছর পর সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে।

৫ই মার্চ রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে লাল ফিতা কেটে পুনরায় এ সেবার শুভ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল খালেক তালুকদার।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ক্যাম্পাসের ডাক্তারবৃন্দ

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান (মিজান) মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সোহরাব হোসেন লিংকন, ডাঃ এলিজা নাহিদ কান্তা, ডক্টর সুমন আহমেদ জুনিয়র কনসালটেন্ট, ডাক্তার জয়ত্রী দেবনাথ (পুরবী) উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার হাসিবুর রহমান প্রমুখ।

এ দিন দুপুরে এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে সন্তানের জন্ম হয়। সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় কলমাকান্দাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।

More articles

সর্বশেষ