শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Home সারা বাংলা ভোলায় জাতীয় বীমা দিবস পালিত

ভোলায় জাতীয় বীমা দিবস পালিত

ভোলায় জাতীয় বীমা দিবস পালিত
আবদুল হান্নান, জেলা প্রতিনিধি, ভোলা।
আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ ” এ স্লোগানকে সামনে রেখে ভোলায় জাতীয় বীমা দিবস ২০২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ও বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের সহযোগীতায় প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সসহ বিভিন্ন বীমা কোম্পানীরা আনন্দ র‌্যালী করে থাকে।
বুধবার (১মার্চ) সকালে আনন্দ র‌্যালীর মাধ্যমে ভোলা টাউনের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় যুক্ত হয়।
আলোচনা সভায় ভোলা জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী সভাপতিত্বে
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)তামিম আল ইয়ামিনসহ বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিভিন্ন কর্মকর্তা ও  বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং ইনচার্জরা উপস্থিত ছিলেন।
সভাপতির  বক্তব্যে জেলা প্রশাসক তৌফিক ই- লাহী চৌধুরী বলেন,মানুষের জীবনে চলার পথে বীমার কোনো বিকল্প নাই। তাই নিয়মকানুন মেনে প্রত্যেকের বীমা করা উচিৎ বলে মনে করি।বীমা উন্নয়ন ও বীমা সম্পর্কে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security