মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ইন্টারনেটের শাটডাউনে যেভাবে চালাবেন হোয়াটসঅ্যাপ

যা যা মিস করেছেন

ডেস্ক রিপোর্ট:  ইন্টারনেট ব্লক বা শাটডাউন হলেও একটি প্রক্সি সার্ভারের মাধ্যমে ব্যবহারকারীরা সবসময়ই যুক্ত থাকবে মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের অভিভাবক মেটা ইরানের ঘটনার কথা উল্লেখ করে জানায়, ইন্টারনেটের এরকম যেকোনও ব্ল্যাকআউটে কাজ করবে এটি। বিবিসি জানায়, বিশ্বব্যাপী বিনামূল্যে যোগাযোগের প্রত্যয় নিয়ে ভলান্টিয়ার প্রক্সির মাধ্যমে একটি গ্লোবাল কমিউনিটি তৈরির চেষ্টা করছে।

 

একটি ব্লগপোস্টে হোয়াটসঅ্যাপ জানায়, এভাবে প্রক্সির মাধ্যমে যোগাযোগ চালু থাকলেও এর প্রাইভেসির সর্বোচ্চ লেভেলটি বজায় থাকবে। সেখানে আরও জানানো হয়, এই প্রক্সি সার্ভার ব্যবহারের পরও ব্যবহারকারীর মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন’র মাধ্যমে নিরাপদ থাকবে। ব্যবহারকারীর মেসেজ অন্য কেউ তো দূরের কথা এমনকি প্রক্সি সার্ভার, হোয়াটসঅ্যাপ বা মেটার কোনও ব্যক্তিও সেটি দেখত পারবে না।

 

 

প্রক্সি এবং অনলাইন ডাটা কালেকশন প্রতিষ্ঠান অক্সিল্যাবের প্রতিনিধি জুরাস জারসেনাস বলেন, ব্যবহারকারী যদি সরকারি নিষেধাজ্ঞার কবলে পড়েন তাহলে তারা এই বিনামূল্যের এবং সেন্সরবিহীন ইন্টারনেট প্রক্সির মাধ্যমে পুনরায় সংযুক্ত হতে পারবেন। তিনি আরও বলেন, যেকোনও ম্যালিসিয়াস অ্যাক্টরের কারণে ইন্টারনেট যদি ব্লক করা হয় তাহলেও বিশ্বের যেকোনও প্রান্তের ব্যবহারকারী এটি ব্যবহার করতে পারবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security