দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

 

জহরুল ইসলাম,বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) Physics Club এর উদ্যোগে’Career of Physics Graduates in Bangladesh and Funding Opportunities for PhD in USA” এর উপর একটি উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের রসায়ন বিভাগের ৩২৬নং রুমে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়

সেমিনারে একজন শিক্ষার্থী পদার্থ বিজ্ঞানে পড়াশোনা শেষ করে কিভাবে ক্যারিয়ার গড়তে পারেন এই বিষয়ে আলোচনা করা হয়।এড়াও দেশের বাইরে পিএইচডি করার জন্য একজন শিক্ষার্থী কিভাবে নিজেকে তৈরী করবে,কিভাবে বাইরের বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।পাশাপাশি পদার্থ বিজ্ঞানের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করা হয়।

এই বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিব হোসাইন বলেন “বিভাগের অধিকাংশ শিক্ষার্থীরা বিশেষ করে যারা প্রথম ও দ্বিতীয় বর্ষে পড়ে তারা জানে না পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করে তারা আমাদের দেশে কি ধরনের চাকরি করবে এবং বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের কেমন সুযোগ আছে। দেশে ও বিদেশে পদার্থবিজ্ঞানের চাকরির ক্ষেত্র এবং আমেরিকায় উচ্চশিক্ষা সম্পর্কে জানানোর উদ্দেশ্যে বশেমুরবিপ্রবি পদার্থ বিজ্ঞান ক্লাব এই সেমিনারের আয়োজন করে। ক্লাবের সদস্যরা আমাকে উপরোক্ত বিষয়ে আলোচনা করার অনুরোধ করে।

তিনি আরো বলেন এই সেমিনারের মাধ্যমে যারা পদার্থ বিজ্ঞানের ভবিষ্যৎ ক্যারিয়ার এবং আমেরিকায় উচ্চশিক্ষা সম্পর্কে জানতো না আশাকরি তাদেরকে কিছুটা ধারণা দিতে পেরেছি।”

উল্লেখ্য বশেমুরবিপ্রবি পদার্থ বিজ্ঞান ক্লাব পদার্থ বিজ্ঞানের একাডেমিক এবং বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে শিক্ষাদান এবং আলোচনা মূলক সেমিনার করে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করে থাকে

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version