দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মাহাথীর মোহাম্মাদ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজঃ বিজয়ের ৫১ বছর পূর্তিতে আবারও জেগেছে বাঙ্গালীর হৃদয়ে বিজয়ের স্পন্দন।

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে আজ (১৬ই ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন কলেজ প্রশাসন। সূর্যোদয়ের সাথে সাথে বিজয় র‍্যালির মাধ্যমে ফরিদপুর শহরের কেন্দ্রীয় বিজয় স্মৃতি স্তম্বে পূষ্পার্ঘ অর্পণের মাধ্যমে দিন শুরু হয়।

এরপর কলেজের শেখ রাসেল অডিটরিয়ামে বিজয় দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ ড. প্রৌকশলী মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে তিনি বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই বিজয়ের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তোমাদের(শিক্ষারথীদের)” পাশাপাশি অন্যান্য বক্তারাও ডিজিটাল বাংলাদেশ ও বিজয়ের মর্যাদা তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে।

এছাড়াও, ১৫ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে শিক্ষক ও অত্র প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে প্রতি ক্রিকেট ম্যাচে অনুষ্ঠিত হয় এবং বঙ্গবন্ধু হল ও জসীমউদ্দিন হলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।খেলার ফলাফলঃ ক্রিকেটে শিক্ষকরা ও ফুটবলে বঙ্গবন্ধু হল জয়ী হয়।

আজ(১৬ ডিসেম্বর) বেলা ১২টায় পুরষ্কার বিতরণি আয়োজন করেন কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রধান , শিক্ষক-শিক্ষিকা , জসীমউদ্দিন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজীদ রায়হান , ফইক ছাত্রলীগ শাখার ২নং আহ্বায়ক কমিটির সদস্য তানজিদ আফরাদসহ অন্যান্য নেতৃ বৃন্দ এবং অত্র প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে নিয়ে দুপুরের খাওয়ারের ব্যবস্থা করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
জুম্মা নামাজের পর শহীদদের স্মরণে বিশেষ দোয়ার ব্যবস্থাও ছিলো।

বিকেলে অত্র প্রতিষ্ঠান ছাত্রলীগের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে স্বপ্ন সারথি ও জহুরা আবেদিন ফাউন্ডেশনের সহায়তায় শীতবস্ত্র বিতরণ-২০২২ ও মানবতার দেওয়াল উন্মোচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহাদ্বয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2024 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version