মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ভাসমান পেয়ারাবাজারে পর্যটকদের পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবী

যা যা মিস করেছেন

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির ভীমরুলীতে ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারাবাজার এলাকায় পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় ভাসমান পেয়ারাহাট সংলগ্ন মন্দির চত্ত্বরে এ মানববন্ধন করা হয়। বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ধ্রুবতারা ইয়ুথ একশান সোসাইটি এর আয়োজন করে। এতে বক্তৃতা করেন প্রেসক্লাবের সহসভাপতি এডভোকেট আককাস সিকদার, ইয়ুথ একশান সোসাইটির সভাপতি শাকিল হাওলাদার রনি, মানবকল্যাণ সোসাইটির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক উজ্জল রহমান প্রমুখ। বক্তারা জানান, মুক্তিযুক্তের স্মৃতি বিজড়িত পেয়ারাবাগান। পদ্মাসেতু চালু হবার সুবাদে ভাসমান পেয়ারা বাজার ও পেয়ারারাজ্যে দেশী-বিদেশী পর্যটকরা আসছেন। পরিদর্শন করছেন দেশের শীর্ষ রাজনীতিবিদ ও প্রশাসনিক কর্মকর্তারাও। কিন্তু এ পর্যটনকেন্দ্রে পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। মানসম্মত খাবার হোটেল, গাড়ি পার্কিং ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও আবাসনের ব্যবস্থা নেই। পর্যটকরা এখানে ঘুরতে এসে আমাদের এ অঞ্চলের প্রতি বিরূপ ধারণা নিয়ে যান। ভাসমান হাটের ঐতিহ্য ধরে রাখতে পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবী জানানো হয় এ মানববন্ধনে। মানবন্ধনে স্বেচ্ছাসেবী সংগঠকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security