মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

জলঢাকায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের স্মৃতি পদক বিতরণ

যা যা মিস করেছেন

এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: জলঢাকায় অরাজনৈতিক সংগঠন ব্যারিস্টার তুরিন আফরোজ ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার রাতে বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি ও তিনজন কৃতি ফুটবল খেলোয়ারের মাঝে স্মৃতি পদক পুরস্কার প্রদান করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান অতিথি ব্যারিস্টার ড. তুরিন আফরোজ। ব্যারিস্টার তুরিন আফরোজ বলেন বঙ্গবন্ধুর জেষ্ট্য পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল তরুণ্যের অহংকার তিনি তরুণ বয়সে ক্রীড়া ও দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পৌছানোর চিন্তা করতেন। ৭৫ এর ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার স্ব- পরিবারকে হত্যা করে এই মেধাবী তরুণকে দেশ হারিয়ে ফেলেছেন। এটা দেশের জন্য বিরাট ক্ষতি। আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নিয়েছেন। দেশের উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকার এই আসনটি শেখ হাসিনার নৌকা মার্কা উপহার দিতে হবে। এজন্য আমাদের ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রধান বক্তার বক্তব্যে ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক এনামুল হক বলেন আমরা মুজিব আদর্শের সৈনিক শেখ হাসিনাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জলঢাকার আসনটি উপহার দিয়ে। স্বাধীনতার শক্ত ঘাটি হিসেবে বাংলাদেশের বুকে জলঢাকে প্রমাণ করে ছাড়বো। কৃতি ফুটবল খেলোয়াড়দের মাঝে উপহার গ্রহণ করেন। বালাগ্রামের অনিল চন্দ্র রায়, বগুলাগাড়ীর শাহ আলম চৌধুরী স্বাধীন ও কৈমারী ইউনিয়নের রঞ্জন কুমার রায় প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security