সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

পাঁচ দিনেই রেমিট্যান্স আসলো ৫ হাজার কোটি টাকা

যা যা মিস করেছেন

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে আসছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয়। গত পাঁচদিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৫৩ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার কোটি টাকারও বেশি।

নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম পাঁচদিনেই প্রবাসী আয়ে বড় এক জোয়ার দেখা যাচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি জুলাই মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৩ কোটি ৬০ লাখ ডলার।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, রেমিট্যান্স আসার যে গতি, তা খুবই ইতিবাচক। সাধারণত প্রতি ঈদের আগেই রেমিট্যান্স আসা বৃদ্ধি পায়। তবে এবারের রেমিট্যান্স আসার হার অন্যবারের চেয়েও বেশি। ঈদের এখনো দুদিন বাকি। এই দুদিনে আরো বেশি রেমিট্যান্স আসবে বলেই আশা করছি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা যায়, নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ের প্রথম পাঁচ দিনে (১ থেকে ৫ জুলাই) ৫৩ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সে হিসেবে প্রতিদিন এসেছে প্রায় ১০ কোটি ৭২ লাখ ডলার।

আরো জানা যায়, ডলারপ্রতি এখন পাওয়া যাচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। ব্যাংকের ডলার সংকট কাটাতে রেমিট্যান্স আহরণে বিশেষ সুবিধার আওতায় আরো বেশি টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এছাড়া সরকার রেমিট্যান্সে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে, যার জন্য গ্রাহকরা ডলারপ্রতি পাচ্ছেন ৯৫-৯৬ টাকা।

বিশ্বব্যাপী করোনা মহামারি ‍শুরুর পর থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়তে থাকে। সেই ধারা অব্যাহত রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেমিট্যান্স প্রবাহ ছাড়ায় ২ হাজার ৪০০ কোটি ডলারের মাইলফলক। ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত সেই ধারা বজায় থাকলেও এরপর হঠাৎ করেই কমতে থাকে রেমিট্যান্স আসা। তবে নতুন অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহের উর্ধ্বমুখী ধারা আবারও আশা জোগাচ্ছে দেশের অর্থনীতির চালিকাশক্তির স্বরূপ গুরুত্বপূর্ণ এ খাতে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security