জনগণের সাহস ও বিশ্বাস ছিল বলেই পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করা সম্ভব হয়েছে, পদ্মা সেতু দেশের মর্যাদা ও গৌরবের প্রতীক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বিকেলে স্পিকার শিরীন শারমীনের নেতৃত্বে জাতীয় সংসদ অধিবেশন শুরু হলে প্রশ্নত্তোর পর্বে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন এই করোনা মহামারী কালেও আমরা সর্বোচ্চ বাজেট দিতে পেরেছি।এ সময় তিনি সবাই কে করোনার বোস্টার ডোজ নেয়ার আহবান জানান। তিনি বলেন বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। কোভিড মহামারী কালেও দেশের উৎপাদন অব্যাহত ছিল, এবং প্রণোদনা অব্যাহত থাকবে।সরকার টিসিবির মাধ্যমে জনগণের হাতে ন্যায্যমূল্যে দ্রব্যসামগ্রী তুলে দিয়েছে যা অব্যাহত থাকবে, দেশ আজ শতভাগ বিদ্যুৎতায়ন করা হয়েছে। পদ্মা সেতুতে রেল যোগাযোগের মাধ্যমে সারা দেশকে রেল যোগাযোগের আওতায় আনা হবে।তিনি বিলাসবহুল দ্রব্য আমদানি করা থেকেও বিরত থাকার আহবান জানান।
দ্যা মেইল বিডি/খবর সবসময়