মোঃ রাসেল আহম্মেদ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় অজ্ঞাত এক নারী (৪৮) নিহত হয়েছেন। বুধবার (২৯ জুন) বিকেল সাড়ে পাঁচটায় বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর বাসস্ট্যান্ড ফলপট্টি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, অজ্ঞাত ওই নারী রাস্তার পার্শ্বে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিক্রি করতেন। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসস্ট্যান্ডে কুড়ানো বোতল বস্তায় নিয়ে মহাসড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গেলে গাইবান্ধা থেকে ঢাকাগামী একটি কাঠ বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৮ ৯৬২০) চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম বলেন নিহত নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে চালক হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।


