স্টাফ রিপোর্টাার:
সুনামগঞ্জ -২৮ বিজিবির উদ্যোগে বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান । বিজিবির অভিজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন ডা,. নাজমুল হাসানকে দিয়ে ক্যাম্পে জরুরি চিকিৎসা ও ওষুধসহ নিজেই সব কিছু তত্বাবধান করেছেন। খোজ নিয়েছেন। পানিতে টইটুম্বুর শহরে ট্রান্সপোর্ট দিয়ে সহযোগিতা করেছেন তারা।
এই সময় উপস্থিত ছিলেন চিকিৎসা সহকারি ওয়ারেন্ট অফিসার মো নজরুল ইসলাম, কর্পোরাল চিকিৎসা সহকারি মো সেলিম রেজা, সৈনিক চিকিৎসা সহকারি মো জুয়েল।