রবিবার, মার্চ ৩, ২০২৪

সরকারের উন্নয়ন কাজের কাছে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে : হানিফ

যা যা মিস করেছেন

কুষ্টিয়া প্রতিনিধি- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাংসদ মাহবুব উল আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে তালবাহানা করার রেকর্ড কখনো আওয়ামী লীগের নেই, এটা বিএনপির রেকর্ড আছে। বিএনপি দুইবার ক্ষমতায় থেকে ৯৬ ও ২০০৬ সালে তাঁরা শান্তিপূর্ণ বা সাংবিধানিক ভাবে ক্ষমতা হস্তান্তর করেননি। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তারা নানা ভাবে ক্ষমতা আকড়ে রাখার চেষ্টা করেছিল। পরে জনগনের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল। শুক্রবার (৩ জুন) সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব কখা বলেন তিনি । হানিফ আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বিএনপি বা মির্জা ফখরুলরা কখনো কোন ইতিবাচক কথা বলেননি, সব সময় নেতিবাচক কথা বলে এসেছে। তাঁরা বলে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু তাদের এই কথার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে। এরপরও মির্জা ফখরুল তার ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে, বলছে সরকার সব কিছু শেষ করে দিচ্ছে। সরকারের এই উন্নয়ন কাজের কাছে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাচ্ছে। আর এই হতাশা থেকে মির্জা ফখরুলরা এ ধরণের নেতিবাচক কথা বলছে। এসময় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security