মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
১৩ই মার্চ,২০২২ইং রবিবার, বগুড়ার শাজাহানপুরে আমরুল ইউনিয়নের ফুলকোট গ্রামে দশবন্ধু স্বেচ্ছায় রক্তদান সংগঠনের-শুভ উদ্বোধন ও একদিনের ফি-রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন, আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ছানাউল হক (ছানা), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ আমরুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বিমান।
রবিবার সকাল ১১টায় শুরু হওয়া ফ্রি-রক্তের গ্রুপ পরীক্ষা ক্যাম্পিংয়ে আরও উপস্থিত ছিলেন,ফুলকোট নবোদয় কারিগরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আমরুল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাহিদুর রহমান উজ্জ্বল, আব্দুল মমিন,এমদাদুল হক,সাজেদুর রহমান, দ্যা মেইল বিডির বগুড়া প্রতিনিধি ও সমাজসেবক মোঃ রাসেল আহম্মেদ, ক্রিড়া সংগঠক ও সমাজসেবক সোহেল রানা হেলাল, সংগঠনটির সদস্য জাকির হোসেন, সাজ্জাদুল করিম সৌরভ, সামি, সিয়াম, আইনুল হক, তাসলিম, হাসিবুল হাসান, শাহীন, আব্দুল জলিল, মিশরাত, সাকিব, হাসান, নাঈম(১), নাঈম(২), ফিজু, শামীমসহ আরো অনেকে।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment