টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের জগদীশ চন্দ্র ঘোষের ছেলে রুদ্র ঘোষ বিশাল, ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আজ।
৫ম শ্রণীতে পড়া অবস্থায়, গত ৪ মাস যাবৎ ধরা পড়ে মরণ ব্যাধী ব্লাড ক্যান্সার।
২ বোন ১ ভাইয়ে পরিবারে সে সবার ছোট। পিতা জাতী ব্যবসা মিষ্টি বানিয়ে জীবীকা নির্বাহ করে আসছে।
ডাক্তারদের পরামর্শ, তাকে বাঁচাতে হলে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করানো খুবই জরুরি। বিদেশে নিয়ে তাকে চিকিৎসা করাতে কমপক্ষে ২৫-৩০ লাখ টাকার প্রয়োজন। দরিদ্র পিতার কাছে ছোট ছেলের জীবন রক্ষায় এতো টাকা না থাকায় হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন।
যদি কেউ, ব্লাড ক্যান্সার আক্রান্ত বিশালকে সাহায্য করতে চান, যোগাযোগ করতে পারেন তার পিতার সাথে। জগদীশ চন্দ্র ঘোষের বিকাশ নম্বর ০১৭১৩৯৯০৪৮৫
জগদীশ চন্দ্র ঘোষের বিকাশ নম্বর ০১৭১৩৯৯০৪৮৫ অথবা
“(রাহুল মোবাইল সেন্টার, ডিবিএল একাউন্ট, মির্জাপুর শাখা, নম্বর ১৪৪.১১০.১৫৪০০)”