সোমবার, এপ্রিল ৮, ২০২৪

ঘরের মাঠে হার এড়াতেই ঘাম ঝরলো রিয়ালের

যা যা মিস করেছেন

স্প্যানিশ লা লিগায় এলচের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে কোনোরকমে হার এড়াল রিয়াল মাদ্রিদ। এ নিয়ে শেষ তিন ম্যাচে দ্বিতীয়বার পয়েন্ট হারাল রিয়াল।

রবিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এলচের কাছে ২-০ গোলে পিছিয়ে পড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ ১০ মিনিটে ২ গোল করে হার এড়িয়েছে স্প্যানিশ পরাশক্তিরা।

এলচের পক্ষে লুকাস বোয়ের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন পেরে মিয়া। পরে লুকা মদ্রিচ ব্যবধান কমানোর পর এদের মিলিতাওয়ের গোলে সমতায় শেষ করে রিয়াল।

ম্যাচের ৩০তম মিনিটে মদ্রিচের শট দারুণভাবে পা বাড়িয়ে ঠেকিয়ে দেন এলচে গোলরক্ষক এদগার বাদিয়া। দুই মিনিট পরই ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু ক্রসবারে মেরে বসেন এখন পর্যন্ত আসরে সর্বোচ্চ ১৭ গোল করা করিম বেনজেমা।

তবে বিরতিতে যাওয়ার আগে ৪২তম মিনিটে এগিয়ে যায় এলচে। বাঁ থেকে মিডফিল্ডার ফিদেলের ছয় গজ বক্সের মুখে বাড়ানো ক্রসে ডাইভিং হেডে গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড বোয়ে।

গোল পরিশোধ করতে মরিয়া রিয়াল ৭৬ মিনিটে দ্বিতীয় গোল হজম করে। বোয়ের পাস ডি-বক্সে ধরে সময় নিয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন মিয়া। তার সবচেয়ে কাছে থাকা ডিফেন্ডার ফেরলঁদ মঁদিও চ্যালেঞ্জ জানানোর জন্য যথেষ্ট ক্ষিপ্র হতে পারেননি।

৭৮তম মিনিটে আবারও দুর্ভাগ্য বাঁধ সাধে রিয়ালের সামনে। এবার মদ্রিচের কর্নারে কাসেমিরোর হেড ক্রসবারে লাগে। তবে চার মিনিট পরই ব্যবধান কমানো গোলের দেখা পায় রিয়াল। মদ্রিচের আরেকটি কর্নারে ডি-বক্সে এলচে ফরোয়ার্ড মিয়ার হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সফল স্পট কিকে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার এ মিডফিল্ডার।

আর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সমতা টানেন মিলিতাও। স্বদেশি ফরোয়ার্ড ভিনিসিউসের ক্রসে হেডে গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

লিগে ২২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ৫০। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। তিন নম্বরে রিয়াল বেতিসের পয়েন্ট ৪০।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security