শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইল উপজেলা খারুয়া ইউনিয়ন নির্বাচনের গণসংযোগ ও প্রচারনা শুরু করেছেন চেয়ারম্যান প্রার্থী ভইছে নির্বাচনী আবো হাওয়া।
শনিবার সন্ধায় ১১ নং খারুয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আঃ সাত্তারের নিজ গ্রাম হালিউড়া পূর্ব সরকারি প্রাথঃ বিদ্যালয় খেলার মাঠে এক বিশাল জনসভার আয়োজন করেন,জন সভায় গ্রামের সকল জনসাধারণ, ঐক্যজোট হয়ে তার নির্বাচন করবে বলে আসস্ত করেছে,
এছাড়াও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের, বন গ্রাম, আবদুল্লা পুর গ্রামের সর্বস্তরের জনগনের ডাকে নির্বাচনী গনসংযোগ ও মতবিনিময় সভা করেন তিনি, সেখানে সবাই দলবল নির্বিশেষ আঃ সাত্তারের নির্বাচন করবে বলে একমত পোষন করেছে,
উক্ত জন সভায় সভাপতিত্ব করেন আবুল হাশেম ভূঁইয়া, হোমায়ুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক মফিজ উদ্দিন মাষ্টার মোঃ কাজল মিয়া,সোহেল আহসান,মোঃ মতিউর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে চেয়ারম্যান প্রার্থী আঃ সাত্তারের বক্তব্য তিনি বলেন ইউনিয়নবাসীর সুখে দুঃখে পাশে থেকে কাজ করতে চাই, এছাড়াও তিনি আসছে ৫ ই জানুয়ারি নির্বাচনে সকলের দোয়া,ভালবাসা ও সহযোগিতা কামনা করেন। তিনি আরো বলেন আপনাদের সহযোগিতা নিয়ে, মাদক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন উপহার দেওয়ার লক্ষে,
দোয়া এবং নির্বাচনে তাঁকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, প্রস্তাবিত উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক সেনা সদস্য (অবঃ) আনিছুর রহমান (বাচ্চু)
এছাড়াও আব্দুলা পুর গ্রামের মৃত কাজীম উদ্দিন ছেলে মোঃ খোকন মিয়া বলেন আঃ সাত্তার এক জন বালা মানুষ এর লাগিয়া সাত্তার ভাই টানা দুই বারের মেম্বার হইছে ইবার আমরা নেওয়াত করেছি ঘরে বাইরে মিলিয়া চেয়ারম্যান প্রার্থী আঃ সাত্তারের ভোট দেম।