পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
পাঁচবিবিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন শিক্ষার্থীর সমিতির প্রকাশনা উৎসব, চিত্রাঙ্কন, রচনা ও আবত্তি প্রতিযাগিতার আয়াজন করা হয়। শনিবার সকাল ১০টায় সমিতি নিজ ভবন প্রতিযাগিতা শেষে সমিতির সভাপতি ড. আজমল হাসনর সভাপতিত্ব অনষ্ঠিত আলাচনা ও পুরুস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলন উপজলা চেয়ারম্যান মুনিরুল শহীদ মুনা, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌর প্যানেল মেয়র নূর হাসন, বাংলাদশ স্বাউটস পাঁচবিবি উপজলা শাখার সম্পাদক উপাধ্যক্ষ জয়নুল আবদীন। বক্তব্য রাখন সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও উপদষ্টা অধ্যাপক আজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা মহির উদ্দিন, ব্যবসায়ী টুটুল চৌধুরী, উপদেষ্টা এ্যাডঃ মাফিজুল সরকার, রায়হান মুকুল, সম্পাদক মুকিম প্রমুখ। শেষে প্রতিযাগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদর মাঝ পুরুস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালন করন সমিতির নির্বাহী সভাপতি ফিরোজ হোসেন ফাইন।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment