মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

সুনামগঞ্জে ৩ দিন ব্যাপী হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

যা যা মিস করেছেন

আমিনুল হক, সুনামগন্জ প্রতিনিধি :  জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী হাওর সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০ অক্টোবর বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবি কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে ১৮ অক্টোবর সোমবার সকাল ৯ টায় শুরু হয়।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআইবি’র পরিচালক মো. আফরাজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগন্জ সদর সার্কেল) জয়নাল আবেদীন, সুনামগন্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান কাজল, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মোহাম্মদ সাহাবুদ্দিন, পিআইবির সহকারী প্রশিক্ষক বারেক কায়সার।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, সাধারণ সম্পাদক সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি শাহজাহান চৌধুরী, দৈনিক যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পীর, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি মাসুম হেলাল, দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, দৈনিক যায় যায় দিন প্রতিনিধি ঝুনু চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি অরুণ চক্রবর্তী, দৈনিক কাজির বাজার প্রতিনিধি একে কুদরত পাশা, দৈনিক সিলেট বাণী প্রতিনিধি মাসুক মিয়া, দৈনিক বাংলাদেশের খবর প্রতিনিধি সাহাবুদ্দিন আহমদ, দৈনিক অর্থনীতির কাগজ প্রতিনিধি শামসুল কাদির মিছবাহ, দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল হক, দৈনিক সুনামকণ্ঠের সহকারী সম্পাদক বিশ্বজিত সেন পাপন, দৈনিক জালালাবাদ প্রতিনিধি জসিম উদ্দিন, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হাসান চৌধুরী কামরুল, এনটিভি ইউরোপ প্রতিনিধি লুৎফুর রহমান, যমুনা টিভি প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আশিকুর রহমান পীর, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি শহীদনূর আহমেদ, বৈশাখী টিভি প্রতিনিধি কর্ণ বাবু দাস,ডেইলি সান প্রতিনিধি সিদ্ধার্ত আচার্য্য, চ্যানেল এস প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি দেওয়ান তাসাদদুক রাজা ইমন, দৈনিক সুনামগঞ্জের সময় প্রতিনিধি রুজেল আহমদ, দৈনিক জৈন্তা বার্তা প্রতিনিধি মনোয়ার চৌধুরী, এশিয়ান টিভি প্রতিনিধি আল আমিন, দৈনিক উত্তর পূর্ব প্রতিনিধি মোশাইদ রাহাত, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন প্রতিনিধি আনিসুজজামান চৌধুরী ইমন, দৈনিক জাগরন প্রতিনিধি পীর জুবায়ের, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি রেজাউল করিম, দৈনিক রুপালী দেশ প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security