রাজধানীর মিরপুর-১১ নম্বরের সি ব্লক এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ সাত জন দগ্ধ হয়েছে। গতরাতে এ বিস্ফোরণ ঘটে।
ফায়ার সার্ভিসের মিরপুর বিভাগের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে,ওই ছয় তলা ভবনের গ্যাস লাইনে কয়েকদিন ধরে সমস্যা দেখা দিচ্ছিল। বেশ কয়েকবার মিস্ত্রি দিয়ে মেরামত করা হলেও গ্যাস লাইন পুরোপুরি ঠিক হয়নি। এ কারণে গতরাত ১১টার দিকে মিস্ত্রিরা গ্যাস সংযোগ মেরামত করতে আসেন। মেরামত শেষে লাইন পরীক্ষা করার জন্য নিচ তলার চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে। পরে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শিশুসহ সাত জন দগ্ধ হয়। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক ।
দ্যা মেইল বিডি/খবর সবসময়