বরিশালে ইউএনও’র সরকারি বাসভবনে যারা হামলা করেছে, তাদের কেউ ছাড় পাবে না। তদন্তের মাধ্যমে মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে রাজধানী উচ্চ বিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যেকোনও অস্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা আইন-শৃঙ্খলা বাহিনীর কাজ। বরিশালের ঘটনায়ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আড়িপাতার যন্ত্র বিক্রির জন্য ইসরায়েল সারা বিশ্বেই মার্কেটিং করে বেড়ায়। বাংলাদেশের সঙ্গে তাদের কখনোই বাণিজ্যিক চুক্তি ছিল না, এখনও নেই। ফলে এসব যন্ত্র কেনার প্রশ্নই আসে না। এসব আড়িপাতার যন্ত্র বাংলাদেশ কখনোই আমদানি করেনি, ভবিষ্যতেও করবে না।’ মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ কখনও মানবাধিকার লঙ্ঘন করেনি। কারণ, বাংলাদেশ মানবাধিকার সংস্থার সদস্য।
দ্যা মেইল বিডি/খবর সবসময়