বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা বরদাশত করা হবে না: মুরাদ

যা যা মিস করেছেন

মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা বরদাশত করা হবে না। যারা এ মহৎ উদ্যোগকে ব্যর্থ করে দিতে চাইবে তাদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

৩০ জুলাই শুক্রবার  জামালপুরের সরিষাবাড়িতে দিনব্যাপী আশ্রয় প্রকল্পের ঘর, বৃক্ষ রোপণ, খাদ্য সামগ্রী বিতরণকালে  এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল পরিবারগুলোকে বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছেন। সারা বিশ্বে নজিরবিহীন এ ধরণের উদ্যোগ। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে সফল করতে সততা ও নিষ্ঠার সাথে কাজ  করার জন্য দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে ফলদ, বনজ ও ঔষধি গাছ রোপণেরও কথাও বলেন।

জামালপুর জেলা প্রশাসক মোরশেদা জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security