সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ

যা যা মিস করেছেন

কঠোর লকডাউনের তৃতীয় দিনেও পাটুরিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছেন কর্মমুখী মানুষ ও ছোট গাড়ি। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ১৬টি ফেরিসচল রয়েছে। প্রয়োজনীয় ফেরি দিয়ে জরুরি সেবায় নিয়োজিত গাড়ি, পণ্যবাহী ট্রাকসহ লোকজন পারাপার হচ্ছে।

কঠোর লকডাউনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের সকল লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ। এদিকে, ঢাকা আরিচা মহাসড়কে যাত্রীবাহী পরিবহণ বন্ধ রয়েছে। তবে রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি বিভিন্ন অযুহাতে রাস্তায় চলাচল করছে। লকডাউন বাস্তবায়নে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে মামলা করছে পুলিশ।

শহরের বেশিরভাগ মার্কেট বন্ধ রয়েছে। মানিকগঞ্জের পুলিশ সার্জেন্ট কে এম রফিকুল ইসলাম (মাসুদ) জানান নিয়ম বহির্ভূত যে সকল যানবাহন রাস্তায় চলাচল করছে তাদের বিরুদ্ধে আইনঅনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হচ্ছ্।

তিনি আরও জানান আজ (সকাল ১১টা পর্যন্ত) দুইশত যানবাহন চেক করে ১৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দওয়া হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন ২টি গাড়িকে থানায় দেওয়া হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security