রবিবার, এপ্রিল ১৪, ২০২৪

ভোলা ইলিশা-ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল শুরু

যা যা মিস করেছেন

আবদুল হান্নান, ভোলা:

লকডাউনে কঠোর বিধিনিষেধ শিথিলের পর সারাদেশে শুরু হয়েছে লঞ্চ চলাচল।
তবে দীর্ঘদিন পর লঞ্চ চলাচল শুরু হওয়ায় লঞ্চঘাট এলাকায় ফিরে এসে চেনাচানা প্রাণ চাঞ্চল্য।

এরইমধ্যে বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর ৫টায় সদরঘাট থেকে বিভিন্ন নৌ রুটের উদ্দেশ্যে ছেড়ে আসে লঞ্চ গুলো।

আজ ঢাকা থেকে ভোলার ইলিশা লঞ্চঘাটে এমভি কর্ণফুলী ১৪, গ্রীন লাইন,দোয়েল পাখি লঞ্চ পর্যাপ্ত যাত্রী নিয়ে দুপুরে ঘাটে এসে পৌছায়।

প্রথম দিনে ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের প্রচুর উপস্থিতি দেখা দিয়েছে।

ইলিশা বিশ্বরোড লঞ্চঘাট থেকে আজ দুপুর ১.৫০মিনিটে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে এমভি দোয়েল পাখি লঞ্চ।

এরপর ২.৩০এ এমভি কর্ণফুলী ১৪, এবং বেলা ৩টায় এমভি গ্রীন লাইন লঞ্চ যাত্রী ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

যাত্রীদের অনেকের মুখে মাস্ক থাকলেও দেখা মিলছে কোন স্বাস্থ্যবিধি।

আগে মঙ্গলবার নৌপরিবহন কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করে প্রজ্ঞাপন জারি করেছে। ওই প্রজ্ঞাপনের আলোকে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security