মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

স্বাস্থ্যবিধি মানাতে কঠোর ঝালকাঠির প্রশাসন

যা যা মিস করেছেন

আরিফুর রহমান , ঝালকাঠি:
করোনা ভাইরাসের সংক্রমনের হার বৃদ্ধিতে সরকার ঘোষিত লগডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে ঝালকাঠির প্রশাসন। অকারনে রাস্তায় বের হওয়া সাধারণ মানুষকে ঘরমূখী করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা ও উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহম্মেদ হাছান জানিয়েছেন, পহেলা জুলাই থেকে ৭ জুলাই রাত পর্যন্ত এক সপ্তাহে ঝালকাঠি জেলায় ১০১ টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। লগডাউন ও স্বাস্থ্যবিধি ভঙ্গকারী ব্যক্তি ও পতিষ্ঠানের কাছ থেকে এই এক সপ্তাহে তফসিলভুক্ত আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ লাখ ৪১ হাজার ৬৮০ টাকা নগদ জরিমানা আদায় করা হয়েছে। আর স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিভিন্ন অপরাধে ৪৭৪ টি মামলা করা হয়েছে। জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, প্রতিদিন সকাল ৮ টা থেকে রাত ১০ টা পর্যন্ত আমাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা সড়কে অবস্থান করছেন। ডিসি আরো বলেন, কভিড ১৯ নভেল করোনা ভাইরাসের হার এ জেলায় আগের চেয়ে বৃদ্ধি পাওয়ায় আমরা জনগনকে স্বাস্থবিধি মানাতে আরো হার্ডলাইনে যাবো। লগডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে জেলা প্রশাসনের কার্যক্রমে সহযোগীতা করছেন র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসার ব্যাটেলিয়নের সদস্য এবং রোভার স্কাউট, বিএনসিসি ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। অপর দিকে জেলাসদরসহ প্রতিটি উপজেলায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন বরিশাল এরিয়া ২২ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের মেজর ইসতিয়াখ বলেন, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া ব্যক্তিদের আমরা ফিরিয়ে দিচ্ছি। একই সাথে করোনার ভয়াবহতা সম্পর্কে জনগনকে অবহিত এবং সতর্ক করছি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security