শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নড়াইলে মুজিব বর্ষ উপলক্ষে ৪৭৭টি পরিবার উপহার পেলেন জমিসহ পাকা ঘর

যা যা মিস করেছেন

মো: হাবিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন অসহায় পরিবারকে ২শতক জমি ও আধাপাঁকা ৪৭৭ টি ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রথম ধাপে ৩২৫টি পরিবারের মাঝে জমির দলিল,খতিয়ান সহ বাড়ির চাবি দেওয়া হয়।

রবিবার (২০জুন)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভার্চুয়াল উদ্বোধনে বাকি ১৫২টি পরিবারকে তাদের সপ্নের বাড়ির দলিলপত্র সহ চাবি তুলে দেন। এর মধ্য নড়াইল সদরে ২৭টি কালিয়ায়১০০টি এবং লোহাগড়া উপজেলায় ২৫ টি পরিবার তাদের স্বপ্নের জমিসহ ঘর বুঝে পেয়েছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে কালিয়া থেকে উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণ পদ ঘোষ, সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম,কালিয়া পৌর মেয়র মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, ৫নং সালামাবাদ ইউপি চেয়ারম্যান শামীম আহমেদ সহ প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘরের মালিকেরা।

এ সময় ঘর পেয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন অসহায় মানুষেরা। তারা বলেন, এতদিন আমরা ভাঙাচোরা ঘরে থাকতাম এখন শেখের বেটির দেওয়া পাকা ঘরে আমরা থাকবো।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security