সোমবার, এপ্রিল ৮, ২০২৪

খালেদা জিয়ার স্থায়ী মুক্তিই যুক্তরাষ্ট্র বিএনপির একমাত্র দাবি

যা যা মিস করেছেন

খালেদা জিয়ার স্থায়ী মুক্তিই হচ্ছে সময়ের দাবি ও  যুক্তরাষ্ট্র বিএনপির একমাত্র দাবি। এমন অভিমত পোষণ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল।

রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ‘বিএনপির প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির প্রস্তুতি উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপি এ সভার আয়োজন করে।

‘প্রস্তুতি কমিটি’র আহ্বায়ক রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সদস্য-সচিব সরোয়ার খান বাবুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ বশীর, প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়কারি আশরাফউদ্দিন ঠাকুর, সমন্বয়কারি এ এস এম আলাউদ্দিন, ইকবাল হায়দার, বিএনপি নেতা ফারুক হোসেন মজুমদার, এমরান শাহ রন, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমান, ওমর ফারুক, আকবর আলী রনি। সার্বিক তত্বাবধানে থাকবেন এ কে এম  রফিকুল ইসলাম ডালিম। এছাড়াও ছিলেন সুমন সর্দার, আজমল হক, শাওন বাবলা, আবুবকর, গওতম কুমার, মোহাম্মদ আমজাদ হোসেন, মোহাম্মদ মিলন, আব্দুল মালেক জাকির, আব্দুল মোমেন সোহেল, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান প্রমুখ।

সভায় জানানো হয়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় কোরআনখানী ও বিশেষ দোয়া-মাহফিল ছাড়াও ৩০ মে’র কর্মসূচিতে থাকবে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা ও সামগ্রিক উন্নয়নে জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা। অংশ নেবেন বাংলাদেশী জাতীয়তাবাদ নিয়ে গবেষণারত বিশিষ্টজনেরা। এ সময় আরো জানানো হয়, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী-সমাবেশ হবে পালকি পার্টি সেন্টারে। সকলকে সপরিবারে উপস্থিত হবার অনুরোধ জানান নেতৃবৃন্দ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security