চীনের দেয়া উপহারের সিনোফার্মের তৈরি পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। বুধবার সকালে ভোরে সিনোফার্মের দেওয়া টিকা ও এডি সিরিঞ্জ নিয়ে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি ১৩০ জে কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান বলেন, সকাল সাড়ে ১১টার দিকে চীনের দেয়া উপহারের টিকা বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করবেন।
এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ টিকা আসার কথা জানিয়েছিলেন।
গত সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে।
দ্যা মেইল বিডি/খবর সবসময়