সোমবার, এপ্রিল ১৫, ২০২৪

বাংলাকেও ভাগের চেষ্টা করছে : রাহুল গান্ধী

যা যা মিস করেছেন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী নাসিম এহেসানের সমর্থনে নির্বাচনী প্রচার চালিয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। এসে বিজেপির কঠোর সমালোচনা করেছেন তিনি। রাহুল বলেছেন, বিজেপির কাছে ঘৃণা আর হিংসা ছাড়া আর কিছুই নেই, তামিলনাড়ু ও আসামের মতো বাংলাকেও ভাগের চেষ্টা করছে। বাংলা ভাগ হলে যে আগুন লাগবে সেই আগুনে মোদি, অমিত শাহরা জ্বলবে না, জ্বলবে গোটা বাংলা। এমন আগুন জ্বলবে যা মানুষ আগে কখনও দেখেনি।

উত্তরবঙ্গে প্রথম নির্বাচনী জনসভা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। বুধবার গোয়ালপোখর বিধানসভার লোধন হাইস্কুল মাঠে সংযুক্ত মোর্চা আয়োজিত জনসভায় প্রধান বক্তা রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সম্পাদিকা দীপা দাসমুন্সী, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য্য, উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পালসহ জেলা বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ছিলেন গোয়ালপোখর, চাকুলিয়া এবং চোপড়া, ইসলামপুর বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থীরা।

বুধবার দিল্লি থেকে নিজস্ব এয়ারক্রাফটে করে বাগডোগরা বিমানবন্দরে নামেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ এরপর তিনি হেলিকপ্টারে করে আসেন গোয়ালপোখরের লোধন হাইস্কুল মাঠে। লোধন হাইস্কুল ময়দানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আক্রমণের মূল লক্ষ্যই ছিল বিজেপি। মোদি সরকারের নোট বাতিল, জি এস টিসহ কৃষি ও শ্রমিক আইনের তীব্র বিরোধিতা করেন তিনি। রাহুল গান্ধী অভিযোগ করে বলেন, করোনার সময়ে কাউকে কিছু না জানিয়ে আচমকা লকডাউন করে দিয়ে মানুষের সর্বনাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইসময় গোটা দেশ যখন না খেতে পেয়ে মরছে আর তখন মোদিজি তার কয়েকজন শিল্পপতি বন্ধুদের হাজার হাজার কোটি টাকা বিলি করেছেন।
রাহুল আরও বলেন, পশ্চিমবঙ্গ রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার কোনও কাজ বা উন্নয়ন করেনি আর এখন বলছে খেলা হবে। সড়ক হয়নি, কলেজ হয়নি তা হলে খেলা কোথায় হবে? দেশের মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি প্রদেশ যেখানে কাটমানি দিয়ে কাজ নিতে হয়।

তিনি আরও বলেন, বিজেপির সঙ্গে তৃণমূল জোট করেছে, কংগ্রেস কোনোদিনই বিজেপির সঙ্গে জোট করেনি, করবেও না। কংগ্রেসের সঙ্গে বিজেপি আরএসএস-এর রাজনীতির লড়াই।

রাহুল গান্ধী বলেন, আমি মোদিকে ভয় পাই না বরং মোদিজি আমাকে ভয় পান।

রাহুল বাংলার মানুষের উদ্দেশ্যে বলেন, বিজেপিকে আটকাতে এবং বাংলাকে বাঁচাতে আপনারা সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করুন।

লোধনের জনসভা শেষ করে রাহুল গান্ধী চলে যান মাটিগারা-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে এক জনসভায় যোগ দিতে। উত্তরবঙ্গে দু’টি নির্বাচনী জনসভা সেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফিরে যান দিল্লিতে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security