শনিবার, এপ্রিল ১৩, ২০২৪

“কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ ফেসবুক ব্যাবহারকারীর তথ্য ফাঁস ।”

যা যা মিস করেছেন

কবি নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ সহ সারা বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ হ্যাকিং এর ঘটনা ফাঁস হচ্ছে । দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পর এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ জন সংশ্লিষ্ট ব্যাক্তির ফেসবুক একাউন্টের ব্যাক্তিগত তথ্য ফাঁস হওয়ার খবর পাওয়া গিয়েছে ।

হ্যাকিং এর শিকার ব্যাক্তিদের তালিকায় রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী , প্রক্টর, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা । ঢাকার বেসরকারী ‘ইউনিভার্সিটি অব স্কলার্স’ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কিছু শিক্ষার্থীর সংগ্ৰহ করা তালিকা থেকে এটি জানা গেছে ।

সম্প্রতি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ১০৬ টি দেশের মোট ৫৭ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যাহারকারীর ফোন নাম্বার ও ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়েছে । এর মধ্যে বাংলাদেশী রয়েছেন ৩৮ লাখ ।

একটি লো-লেভেল হ্যাকিং প্লাটফর্ম এসব তথ্য প্রকাশ করে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে । বিজনেস ইনসাইডার এই তথ্যটি সবার আগে জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্ল্যেখ করা হয়েছে ।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হ্যাক হওয়া প্রায় ৩০০ জনের ব্যক্তিগত তথ্যের মধ্যে রয়েছে ফোন নাম্বার, জন্ম তারিখ, ঠিকানা , প্রোফাইল, কিছু কিছু ক্ষেত্রে ইমেইল নাম্বার । এদিকে এমন হ্যাকিং এর খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনেকেই ।

নিজের ব্যাক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার ভয় করছেন কেউ কেউ । তবে তথ্য ফাঁস হওয়া একাউন্ট গুলোর কোনটির একসেস কিংবা পাসওয়ার্ড হ্যাকাররা নিতে পারেনি । ‘এটিকে প্রকৃতপক্ষে হ্যাকিং বলা যায় না’- এই মর্মে অভিমত ব্যক্ত করেছেন শিক্ষার্থীদের অনেকেই।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ‘ইভান শরিফ’ বলেন, ‘এটি আসলে হ্যাকিং নয় । ফেইসবুক ইউজারদের সাথে প্রতিনিয়তই এমনটি হয় । হ্যাকিং বিষয়টি সম্পূর্ণ আলাদা ।’

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security