বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

বিমানে বহরে যুক্ত হচ্ছে ড্যাশ মডেলের নতুন প্লেন

যা যা মিস করেছেন

কানাডা থেকে আগামী বৃহস্পতিবার দেশে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তৃতীয় ড্যাশ-৮-৪০০ মডেলের নতুন প্লেন। নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২১-এ।

মঙ্গলবার বিমান সূত্র এ তথ্য জানায়।

বিমান সূত্র বলছে, বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮-৪০০ প্লেনের তৃতীয় প্লেনটি ৪ মার্চ দেশে আসছে। ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।
কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বম্বার্ডিয়ার অ্যারোস্পেস এ উড়োজাহাজ তৈরি করেছে।

এর আগে ড্যাশ-৮-৪০০ মডেলের প্রথম প্লেনটি গত বছরের ২৭ ডিসেম্বর এবং দ্বিতীয় প্লেনটি গত ২৪ ফেব্রুয়ারি দেশে এসে বিমানের বহরে যুক্ত হয়।

বর্তমানে ২০টির উড়োজাহাজের মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দু’টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং চারটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন প্লেন যুক্ত হলে সংখ্যা দাঁড়াবে ২১-এ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security