শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪

অগ্রদূত ছাত্র পরিষদের শীতবস্ত্র বিতরণ

লোকমান হাফিজ : অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট-এর (৩য় ধাপে)শীতের কম্বল বিতরণ করা হয় আজ (১৭ জানুয়ারি) রবিবার সকাল ১১.৩০ মিনিটে দক্ষিন সুরমা উপজেলার কদমতলি আলমপুর লামারগাঁও এলাকায় শাহজালাল সুন্নিয়া লতিফিয়া দাখিল মাদ্রাসার গরীব-অসহায় মেধাবী শীতার্ত ছাত্রদের ৩য় ধাপে কম্বল বিতরণ করেছে ঐতিহ্যবাহী ছাত্র সংঘঠন অগ্রদূত ছাত্র পরিষদ,সিলেট। মাঘ মাসের কনকনে শীতে অগ্রদূত ছাত্র পরিষদ-এর পক্ষ থেকে একটি কম্বল পেয়ে তাদের খুশির অন্ত নেই।

এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল সুন্নিয়া লতিফিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মিনহাজুল ইসলাম
অগ্রদূত ছাত্র পরিষদ-এর সভাপতি কাবিল আহমদ ইমন,সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব জাহিদ,সহ-আফিস সম্পাদক হামিদুর রহমান অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, সহ- অর্থ সম্পাদক নাহিদ আহমদ,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল আহমদ,সহ-সমাজসেবা সম্পাদক রাশেদ আহমদ,সদস্য আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

কম্বল পেয়ে এক গরীব-অসহায় মেধাবী ছাত্রের অনুভূতি, ভাইয়া এই কয়টা দিন অনেক কষ্টে কাটাইতাছি। শীতের মধ্যে ঘুম হয় না। এই কম্বল পেয়ে উপহারের মতো মনে হয়েছে। আজ অনেক ঘুম হইব। আমি কম্বল পেয়ে খুব খুশি।

আরেক ছাত্র বলে, আমাদের আগে কেউ কম্বল দেয়নি। এই একটি কম্বলে অনেকটা শীত নিবারণ হবে। আপনাদের জন্য দোয়া করি। আপনাদের আল্লাহ ভালো করুক।

মানুষের দুঃসময়ে সহানুভূতি প্রকাশ এবং সহায়তার হাত বাড়িয়ে দেয়া নৈতিক দায়িত্ব ।গরীব-অসহায় মেধাবী ছাত্রদের মাঝে কম্বল বিতরণ অন্যদের উৎসাহিত করবে। আমরা আশা করি অগ্রদূত ছাত্র পরিষদের এই কার্যক্রম দেখে অনেকেই এগিয়ে আসবে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ