সোমবার, এপ্রিল ২২, ২০২৪

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের হামলায় গুরুতর আহত ৬ জন

যা যা মিস করেছেন

বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চর-বাসুড়িয়া এলাকায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ন্যাক্কার জনক এ হামলার ঘটনা ঘটে। হামলার এ ঘটনায় নেতৃত্ব দেয়ার অভিযোগে মোঃ হাসান মোল্লা ওরফে হায়দার নামে এক জনকে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ।

এ ছাড়া ওই রাতেই হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। মামলার বিবরণ ও আহতদের নিকটাত্নীয় সুত্রে প্রকাশ, চর-বাসুড়িয়া এলকার মোঃ ইউসুফ মোল্লা গং’র সঙ্গে মোঃ হাসান মোল্লা ওরফে হায়দার গং’র জমি সংক্রান্ত বিরোধ চলছে। ওই বিরোধের জেরে ইউসুফ মোল্লা গং’দের ওপর পরিকল্পিত উপায়ে একই এলাকার জনৈক রফিক মোল্লার বাড়ির প্রায় এক’শ গজ উত্তরে পাকা রাস্তার উপরে প্রতিপক্ষ মোঃ হাসান মোল্লা হায়দারের নেতৃত্বে একদল দুস্কৃতিকারী দেশিয় মারাত্নক অস্ত্র দ্বারা হামলা চালায়।

ওই হামলায় ইউসুফ মোল্লার ছেলে মোঃ সোহাগ মোল্লা (২৮)’র বুকে ফুলকুচি (টেটা) ঢুকে মারাত্নক আহত হয়। একই সাথে আহত হয় হৃদয় মোল্লা (২৪), সুমন মোল্লা (২৭), মিলন মোল্লা (২৩), সোহান মোল্লা (২২) ও বারিক মোল্লা। এ ঘটনায় স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপর ক্রমাবনতির কারণে ঘটনার রাতেই গুরুতর আহত মোঃ সোহাগ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মোঃ ইউসুফ মোল্লার বাদীত্বে আটক মোঃ হাসান মোল্লা হায়দারসহ ১৮ জনের নামে মোল্লাহাট থানায় একটি মামলা রুজু হয়েছে। যার নং-০৭, তাং-১৩/০১/২১ ইং।

ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/১১৪/৩৪/৫০৬ পেনাল কোড। মোল্লাহাট থানা কর্মকর্তা ইনচার্জ কাজি মোঃ গোলাম কবীর জানান-হামলার ঘটনায় মোঃ হাসান মোল্লা হায়দার নামে একজনকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকী আসামীদেরও আটকের চেস্টা চলছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

More articles

সর্বশেষ

x  Powerful Protection for WordPress, from Shield Security
This Site Is Protected By
Shield Security