জসিম উদ্দীন (নেত্রকোণা) : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে নকল স্ট্যাম্প ও একটি প্রাইভেটকারসহ সোহাগ মিয়া (৪৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১০ টাকা মূল্যের ৭ হাজার ৮৭২টি নকল ষ্টাম্প উদ্ধার করা হয়। যার মূল্য ৭৮ হাজার ৭২০ টাকা।
গত সোমবার (১১ জানুয়ারী) রাতে উপজেলার গুতুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সোহাগ মিয়া কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার মৃত মতিউর রহমানের ছেলে।
এ বিষয়ে, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এটিএম মাহমুদুল হক এ ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। এবং তিনি জানান, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের মঙ্গলবার (১২ জানুয়ারী) বিকেলে তাকে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হবে বলে জানায় তিনি।
কলমাকান্দায় নকল স্ট্যাম্প ও প্রাইভেটকারসহ আটক
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।
প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।