শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

কলমাকান্দায় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ইঁদুর মারার জন্য নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জীবন মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার সকালে কলামাকান্দা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিহত কিশোর উপজেলার নাজিরপুর ইউনিয়নে গনিয়ারগাঁও গ্রামের সোলায়মান মিয়ার ছেলে এবং তিনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কৃষি কাজে ব্যবহৃত নিজেদের সাব-মারজিবল পাম্প চালনার জন্য পাম্পের কাছে যায় জীবন মিয়া। সেখানে ইঁদুর মারার ফাঁদের জন্য পাম্পের সুইচ বোর্ডের সাথে বিদ্যুৎের সংযোগ দেয়। পরে নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পষ্ট হন জীবন মিয়া। বেশ কিছুক্ষণ পরে নিহতের মামা রিপন মিয়া পাম্পের কাছে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. ইকরামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই জীবন মিয়ার মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক ইঁদুরের পাতা ফাদে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মঙ্গলবার সকালে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ

নাগরপুরে শহীদি মার্চ পালন