শনিবার, সেপ্টেম্বর ৭, ২০২৪

নারীর প্রতি সহিংসতা বন্ধে কলমাকান্দায় প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন

কে. এম. সাখাওয়াত হোসেন (স্টাফ রিপোর্টার) : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের সমাপনী দিনে ধর্ষণসহ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক প্রতিবাদী অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় নেত্রকোনার কলমাকন্দা উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে বাংলাদেশ মহিলা পরিষদ কলমাকান্দা শাখার লিগ্যাল এইড উপ-পরিষদের উদ্যেগে এ ধরণের অবস্থান কর্মসূচী পালন করা হয়।

এতে উপজেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা পারভীন নওরোজের সভাপতিত্বে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক চন্দনা রানি তালুকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা পরিষদের সাবেক সভানেত্রী সন্ধ্যা রানী সাহা, নারীনেত্রী চায়না রায়, মোছা. মালেকা খাতুন, মোছা. রেখা আক্তার, রাখি খানম, কল্পনা সরকার, রেবা ভৌমিক, আছিয়া আক্তার ও সাংবাদিক রিনা হায়াৎ প্রমুখ।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ